Durbar Rajshahi vs Dhaka Capitals, BPL 2025: আজ আয়োজিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-এর ম্যাচ নম্বর ৫। দরবার রাজশাহী (Durbar Rajshahi) বনাম ঢাকা ক্যাপিটালস (Dhaka Capitals) ম্যাচটি হবে ২ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১ পয়েন্ট হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আলাউদ্দিন বাবু। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে, ১ ম্যাচে ১ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে দরবার রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দরবার রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ইয়াসির আলী চৌধুরী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দরবার রাজশাহীর হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন আহমেদ। আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে দরবার রাজশাহী। Oshane Thomas: আজব কাণ্ড! দেখুন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১ বলেই ১৫ রান দিলেন ওশানে থমাস
দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস
MATCH NO. 2 ⌛
We've emphasized our strength, and worked on the shortcomings, and we're ready to face Durbar Rajshahi in our second game of the #BPLT20 2025 💥#TogetherWeRise #DhakaCapitals #BPL2025 #ShakibKhan pic.twitter.com/70QXXxDGfM
— Dhaka Capitals (@Dhaka_Capitals) January 1, 2025
দরবার রাজশাহীঃ মোহাম্মদ হারিস, জিশান আলম, আনামুল হক (অধিনায়ক), ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী, এস এম মেহরোব, লাহিরু সমারাকুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, সাদ নাসিম, সানজামুল ইসলাম, বিলাল খান, মীজানুর রহমান, মহোর শেখ, সাব্বির হোসেন, জাহিদুজ্জমান, আরাফাত মিনহাস, আসাদুজ্জমান পায়েল, শফিউল ইসলাম।
ঢাকা ক্যাপিটালসঃ তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), হাবিবুর রহমান সোহান, স্টিফেন এসকিনাজি, ফারমানুল্লাহ সাফি, থিসারা পেরেরা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, আমির হামজা, মুকিদুল ইসলাম, নজমুল ইসলাম, মুস্তাফিজ রহমান, আসিফ হাসান, মেহেদী হাসান রানা, জহুর খান, শাহাদাত হোসেন দীপু, শাহনওয়াজ দাহানি, মুনিম শাহরিয়ার, আবু জায়েদ, সাব্বির রহমান, জনসন চার্লস।
দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালসের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
২ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায় এবং বাংলাদেশের সময় ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
দরবার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।