BAN vs PAK T20I Series Live Streaming (Photo Credit: Bangladesh Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৪ জুলাই মুখোমুখি হবে BAN বনাম PAK। ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হয়েছে এই ম্যাচ। বাংলাদেশ ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। পাকিস্তানের জন্য আজ সম্মানের লড়াই। একদিকে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন (Parvez Hossain Emon) যেমন দুর্দান্ত ব্যাটিং করেছেন তেমনই অন্যদিকে, পাকিস্তানের ব্যাটিং ভীষণভাবে হিমশিম খেয়েছে এবং প্রথম টি২০ ম্যাচে ১১০ রানে অলআউট হয়ে যায়। একমাত্র ফখর জামান (Fakhar Zaman) কিছু লড়াই দেখিয়েছেন। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ১৩৪ রান তাড়া করতে ব্যর্থ হয়ে ১২৫ রানে অলআউট হয়ে যায়। যা প্রমাণ করে ঘরের মাঠে বাংলাদেশের দাপট। BAN vs PAK 3rd T20I Winning Prediction: বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ ২০২৫

বাংলাদেশের স্কোয়াডঃ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামিম হোসেন, জাকির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজ রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মহম্মদ সাইফউদ্দিন, মহম্মদ নাইম।

পাকিস্তানের স্কোয়াডঃ সাইম আইয়ুব, ফখর জামান, মহম্মদ হ্যারিস, হাসান নওয়াজ, সলমন আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসেন তালাত, ফাহিম আশরফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, সলমন মির্জা, মহম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম, সাহিবজাদা ফারহান, আহমেদ দানিয়াল।

বাংলাদেশ বনাম পাকিস্তান টি২০ সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ?

২৪ জুলাই ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশে দেখা যাবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টস (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagorik TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ

বাংলাদেশ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টস (T Sports)।