BAN vs PAK T20I Series Live Streaming (Photo Credit: Bangladesh Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২০ জুলাই মুখোমুখি হবে BAN বনাম PAK। ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হয়েছে এই ম্যাচ। গত ২০২১ সালের ডিসেম্বরের পর বাংলাদেশে পাকিস্তানের এটি প্রথম সফর। বাংলাদেশের নেতৃত্ব দেবেন লিটন দাস (Litton Das)। শ্রীলঙ্কায় টি২০ সিরিজ জয়ের পর এই সিরিজে তারা আত্মবিশ্বাসী। অন্যদিকে, সলমন আলী আগা (Salman Ali Agha) পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন। দলে নেই তারকা ক্রিকেটার বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) বাদ দেওয়া হয়েছে। BAN vs PAK 1st T20I Winning Prediction: বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ ২০২৫

বাংলাদেশের স্কোয়াডঃ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামিম হোসেন, জাকির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজ রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মহম্মদ সাইফউদ্দিন, মহম্মদ নাইম।

পাকিস্তানের স্কোয়াডঃ সাইম আইয়ুব, ফখর জামান, মহম্মদ হ্যারিস, হাসান নওয়াজ, সলমন আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসেন তালাত, ফাহিম আশরফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, সলমন মির্জা, মহম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম, সাহিবজাদা ফারহান, আহমেদ দানিয়াল।

বাংলাদেশ বনাম পাকিস্তান টি২০ সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ?

২০ জুলাই ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশে দেখা যাবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টস (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagorik TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ

বাংলাদেশ বনাম পাকিস্তান, প্রথম টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টস (T Sports)।