ফ্রান্সের (France) মিউজ়িক ফেস্টিভেলে (France Music festival) ঘটে গেল ভয়াবহ ঘটনা। প্রবল গন্ডগোলের জেরে যেখানে ১৫০০ জনের আহত হওয়ার খবর মেলে। তুমুল গন্ডগোলের মাঝে ফ্রান্সের মিউজ়িক ফেস্টিভেলে পরপর ৬ জনকে ছুরি মারা হয় বলে খবর। ফলে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায়। ঘটনার জেরে ফ্রান্সের মিউজ়িক ফেস্টিভেলে ১৫ জন পুলিশের আহত হওয়ারও খবর মেলে। সেই সঙ্গে ৫১টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে ফ্রান্সের ওই ঘটনা ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। মানুষ দিশেহারা হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করলে, একের পর এক আহত হওয়ার খবর মিলতে শুরু করে। ফ্রান্সের প্যারিসে (Paris) যে মিউজ়িক ফেস্টিভেল শুরু হয়, সেখানে হঠাৎ করে উত্তেজনা ছড়াতে শুরু করে। তারপরই শুরু করে তুমুল গন্ডগোল। ফ্রান্সের ওই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৩৭১ জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি।
দেখুন সেই ভিডিয়ো যেখানে গন্ডগোলের জেরে যখন একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে...
[Frightening night at French music festival] 145 people stabbed by syringe raid! Dozens of people bloodied the scene under the knife, Paris revelry turned into a bloody purgatory! pic.twitter.com/dO7qhxc2au
— lightpcd (@drewlightpcd) June 23, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)