ফরাসি ওপেন থেকে চোটের কারণে সরে দাঁড়ালেন ৩৯ বছরের সুইস টেনিস তারকা রজার ফেডেরার (Roger Federer)। চতুর্থ রাউন্ডের ম্যাচে মাত্তেও বারেত্তেনি-র বিরুদ্ধে ওয়াকওভার দিলেন রজার ফেডেরার। এই ম্যাটে জিতলে রজার ফেডেরারের মুখোমুখি হতে পরাতেন ফেডেরার। কিন্তু সেসব কিছু হল না। গতকাল, রাতের ম্যাচে তৃতীয় রাউন্ডে প্রায় সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে কঠিন ম্যাচে ফেডেরার জেতেন ৭-৬(৫), ৬-৭(৩), ৭-৬(৪), ৭-৫ জার্মানির ডোমেনিক কোয়েফারের বিরুদ্ধে। জয়ের পর তিনি বলছেন, প্যারিসে এভাবে পরপর তিনটে ম্যাচ জিতব ভাবতে পারেনি। ক্লে কোর্টে ফিটনেসের একেবারে চূড়ান্ত থাকতে হয়। এই বয়সে দুবার হাঁটুর অপারেশন হওয়া ফেডেরার আর টানতে পারলেন না।
The Roland-Garros tournament organisers have learned that Roger Federer has withdrawn from the fourth round of the tournament. #RolandGarros pic.twitter.com/BncPpTLUzl
— Roland-Garros (@rolandgarros) June 6, 2021
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)