স্বামীকে (Husband) হাতেনাতে পাকড়াও করলেন স্ত্রী (Wife)। করবা চৌথের (Karwa Chauth 2025) আগে স্বামী যখন প্রেমিকাকে নিয়ে বাজার করতে যান, সেই সময় তাঁকে হাতেনাতে ধরেন স্ত্রী। বাজারের মাঝেই স্বামীকে পাকড়াও করে বেধড়ক মারেন স্ত্রী। সেই সঙ্গে স্বামীর প্রেমিকাকেও মারতে উদ্যোগী হন তিনি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) এমনই একটি ছবি ধরা পড়ে। তাও আবার করবা চৌথের আগে।
যে ব্যক্তিকে তাঁর স্ত্রী হাতেনাতে পাকড়াও করেন, তিনি সরকারি কর্মচারী। করবা চৌথের আগে স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। আর সেখানেই তাঁকে ধরে ফেলেন স্ত্রী। বাজারের মাঝে স্বামী এবং তাঁর প্রেমিকাকে ধরে প্রথম চিৎকার শুরু করেন ওই মহিলা। তারপর মারধর শুরু করেন। করবা চৌথে যখন স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীরা নির্জ্জলা উপোস পালন করেন, সেই সময় জীবন সঙ্গীর জালিয়াতি ধরতে পেরে রাগে অন্ধ হয়ে যান তাঁর অর্ধাঙ্গিনী।
মাঝ মাঝারে যেভাবে স্বামীকে ধরে স্ত্রী মারধর শুরু করেন, সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
দেখুন স্বামী এবং তাঁর প্রেমিকাকে কীভাবে হাতনাতে পাকড়াও করেন স্ত্রী...
इंदौर के नंदा नगर में करवा चौथ से पहले सड़क पर हुआ दिलचस्प और हाईवोल्टेज ड्रामा! अर्बन एडमिनिस्ट्रेशन विभाग के कर्मचारी संदीप शमी को उनकी पत्नी ने प्रेमिका के साथ शॉपिंग करते रंगे हाथों पकड़ लिया। इसके बाद सड़क पर करीब आधे घंटे तक हंगामा और गाली-गलौज जारी रही, जिसे राहगीरों ने… pic.twitter.com/UWULABfEjx
— AajTak (@aajtak) October 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)