অসম (Assam) থেকে এবার একটি অদ্ভুদ ভিডিয়ো চোখে পড়ল। যে ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়। যে ভিডিয়োতে দেখা যায়, জ়ুবিন গর্গের (Zubeen Garg) গানের তালে মাথা দোলাচ্ছে ছোট্ট হাতি। জ়ুবিনের গান যখন বাজছে, সেই সময় মাথা দুলিয়ে নাচতে দেখা যায় ওই ছোট্ট হাতিটিকে (Baby Elephant)।
সম্প্রতি সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে হাজির হন জ়ুবিন গর্গ। আর সেখানে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জ়ুবিনের। তবে জ়ুবিনের মৃত্যু নেহাত দুর্ঘটনা না এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে।
জ়ুবিন গর্গের মৃত্যুর পর তাঁর ম্যানেজার সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত। সেই সঙ্গে জ়ুবিনের মৃত্যুর তদন্ত করছে সিট। শুধু তাই নয়, সিট যদি জ়ুবিন গর্গের মৃত্যুর তদন্ত করতে অপারগ হয়, তাহলে দায়িত্ব সিবিআইকে দেওয়া হবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আরও পড়ুন: Orry-Nysa Video: রেখা সাজলেন ওরি, কাজলের রূপে কন্যা নাইসা, দেখুন বলিউডের ভাইরাল ফটোশ্যুট
দেখুন ছোট্ট হাতির নাচের ভিডিয়ো...
A heartwarming video from Jelehuagaon in Dergaon has gone viral, showing a baby elephant joyfully swaying to a popular song by Zubeen Garg.
Captured by locals, the playful moment has lit up social media. #ZubeenGarg #Dergaon #ViralVideo #Assam #BabyElephant pic.twitter.com/NNu0e1K9UF
— India Today NE (@IndiaTodayNE) October 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)