বিবাহ বহির্ভূত সম্পর্কের ফল কতটা মারাত্মক হতে পারে, তা এই ভিডিয়ো থেকে একেবারে স্পষ্ট। এবার স্ত্রীকে পরপুরুষের সঙ্গে দেখে ক্ষেপে গেলেন এক ব্যক্তি। হোটেলের ঘর থেকে স্ত্রী এবং তাঁর বন্ধুকে বাইরে বের করে এনে ওই ব্যক্তি যা করলেন, তা দেখলে অবিশ্বাস হবে প্রথমে আপনার।
ভিডিয়োতে (Viral Video) দেখা যায়, স্ত্রীকে হোটেলের বাইরে বের করে আনেন ওই ব্য়ক্তি। এরপর স্ত্রীর (Wife) মুখ বেধে, রাস্তায় সবার সামনে তাঁকে অপমান করা হয়। অন্যদিকে স্ত্রীর বন্ধুকে প্রায় অর্ধনগ্ন করে, রাস্তায় নামানো হয়। এরপর ওই ব্যক্তির হাত বেধে রাস্তায় হাঁটানো হয়। সেই সঙ্গে স্ত্রীর কপালে সিঁদুর ঠুসে দেওয়া হয়।
ওড়িশার (Odisha) পুরীর (Puri) রাস্তায় অন্ধকারে যখন এই দৃশ্য দেখা যায়, তখন বহু মানুষ সেখানে হাজির হয়ে যান। তবে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিককে হাতেনাতে ধরে প্রথমে শাস্তি দিয়ে, তারপর তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের ফল যে কতটা মারাত্মক হতে পারে, তা এই ভিডিয়ো দেখলে বুঝতে পারবেন যে কেউ।
আরও পড়ুন: Thar Accident Video: থর কিনে মহাবিপত্তি, শোরুম ভেঙে নতুন গাড়ি উড়ল আকাশে, তারপর...
দেখুন বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কীভাবে স্ত্রী েবং তাঁর প্রেমিককে শাস্তি দিলেন এক ব্যক্তি...
Man punish wife committing adultry, as they are not punished as per laws. CRIMINALIZE adultry with harshest punishment as per laws. #MenToo #GenderBiasedlaws #MeToo #Arrest_Aniruddhacharya #Asiacup2025 #BoycottABPNews #BiggBoss19 pic.twitter.com/dvPysm4Z2U
— Saurabh Bahuguna46 (@bahuguna46) September 10, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)