স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extramarital Affair) একেবারে হাতেনাতে ধরলেন স্ত্রী। স্বামী যখন অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত, সেই সময় তাঁকে হাতেনাতে ধরে 'শাস্তি' দিলেন স্ত্রী। হায়দরাবাদের (Hyderabad) হায়াৎনগরে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে স্বামীকে অন্য মহিলার সঙ্গে অন্তরঙ্গভাবে দেখতে পান স্ত্রী। এরপর ওই মহিলা চুপিসাড়ে সেখানে হাজির হন এবং স্বামীর প্রেমিকাকে মারধর শুরু করেন। পরিস্থিতি বেগতিক বুঝে ওই মহিলার স্বামী সেখান থেকে চম্পট দেন। স্ত্রীর প্রহার থেকে বাঁচতে পাঁচিল টপকে সেখান থেকে চলে যান ওই ব্যক্তি। যা দেখে আরও ফাঁপরে পড়ে যান ওই ব্যক্তির প্রেমিকা। তিনি কোনওভাবে প্রেমিকের স্ত্রীর হাত থেকে রক্ষা পাননি। ওই ব্যক্তির স্ত্রী তাঁকে এক নাগাড়ে মারধর শুরু করেন। তাঁর স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ওই মহিলা ৩০ লক্ষ টাকা নগদ, সোনা, গয়না সব হাতিয়েছেন। সেই সঙ্গে তাঁর স্বামী প্রেমিকাকে গাড়ি, স্কুটিও দিয়েছেন। তাঁর নাকের ডগায় এসব চললেও, আর কোনওভাবে তিনি সহ্য করবেন না বলে জানান সংশ্লিষ্ট মহিলা।
দেখুন স্বামীর প্রেমিকাকে কীভাবে পেটালেন স্ত্রী...
వివాహేతర సంబంధం.. భర్తను రెడ్ హ్యాడెండ్ గా పట్టుకున్న భార్య
రంగారెడ్డి జిల్లా హయత్ నగర్ పరిధిలో ఘటన
తన భర్తతో వివాహేతర సంబంధం పెట్టుకున్న మహిళను చితబాదిన భార్య
భార్యను చూసి గోడ దూకి పారిపోయిన భర్త
తన తండ్రి మరణిస్తే వచ్చిన డబ్బులు తీసుకుని వ్యాపారం పెడతానని చెప్పి రూ.30 లక్షల… pic.twitter.com/GIPKWQvTid
— BIG TV Breaking News (@bigtvtelugu) March 5, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)