নয়াদিল্লিঃ হায়দরাবাদে (Hyderabad) মহিলার রহস্যজনক মৃত্যু(Death)। প্রেমিকের (Boyfriend)বাড়ি থেকে উদ্ধার দেহ। মৃতার নাম বোদা স্বরুপা। বয়স ৩৫। মাহাবুবাদ জেলার রেডডালা গ্রামের বাসিন্দা তিনি। বিবাহিতা ছিলেন তিনি। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা ছিল না তেমন। সম্প্রতি অনিল কুমার নামে বছর ২৪-এর এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই অনিলের বাড়ি থেকেই উদ্ধার হয় মহিলার দেহ। স্বরুপার স্বামীর অভিযোগ, অনিল নামে এই যুবক তাঁর স্ত্রীর থেকে টাকা, গয়না ইত্যাদি নিয়ে নেয়। এমনকী মৃতার বাবা ও ভাইয়ের কাছ থেকেও সোনার চেইন ও টাকা নেয় সে। সেই টাকা ও গয়না ফেরত চাইতেই শুরু হয় বচসা। মৃতার স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীকে খুন করেছে অনিল।
তিনি জানান, দুই দিন আগে স্বরূপাকে হায়দরাবাদে ডেকে পাঠান অনিল । তাঁর কথায় হায়দরাবাদে যান তিনি। ২১শে সেপ্টেম্বর, স্বামীকে ফোন করে স্বরুপা জানান যে তিনি অনিলের সঙ্গে আছেন। পরে সেই রাত, প্রায় ১১:৩৫ মিনিটা নাগাদ অনিলের ভাড়া বাড়িতে বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁর স্বামী স্বরূপার মৃতদেহ শনাক্ত করেন এই ঘটনার পর থেকেই পলাতক অনিল। ইতিমধ্যেই তাকে খুঁজছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিবাহিতা মহিলার রহস্যজনক মৃত্যু,প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার দেহ
Hyderabad Woman Found Dead At Boyfriend's Homehttps://t.co/S0DVBDYPPI pic.twitter.com/HNjq3bJc63
— NDTV (@ndtv) September 24, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)