Food Blogger Natasha Diddee  Died: সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় ফুড ব্লগার নাতাশা দিদ্দি (Natasha Diddee) প্রয়াত হলেন। তাঁর শরীরে পাকস্থলী না থাকা সত্ত্বেও তিনি যেভাবে ফুড ব্লগিং করতেন তাতে অনেকেই কাছেই তিনি অনুপ্রেরণামূলক চরিত্র হয়ে উঠেছিলেন। তাঁকে বেশীরভাগ নেটিজেনরা 'গাটলেস ফুডি' (Gutless Foodie) নামেই চিনতেন।

প্রাথমিক খবর, বছর ৫০-এর এই ফুড ব্লগার তিনি পাকস্থলীর সমস্যার মারা গিয়েছেন। তাঁর স্বামী এই মৃত্যুর খবর জাানন। তাঁর একটি পাকস্থলী (Stomach) ছিল না। রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত ছিলেন। সেখানে পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হন, তারপর তাঁর অস্ত্রপচার হয় । টিউমারের সরিয়ে দেওয়ার সময় তাঁর পাকস্থলী শরীর থেকে বাদ দেওয়া হয়।

এরপর পুণের বাসিন্দা নাতাশা শেফ বা রাঁধুনির পেশায় যোগ দেন। সেই সঙ্গে ফুড ব্লগার হিসেবেও কাজ শুরু করেন।

ক সপ্তাহ আগে এক ভিডিয়োতে নাতাশা বলেছিলেন, তিনি পেটের সমস্যা, ডায়রিয়ায় ভুগছেন। বেশ কিছু চেনা, অচেনা রেসিপি শেয়ার করে নাতাশা বেশ জনপ্রিয়তা পান। তাঁর মৃত্য়ুতে সোশ্যাল মিডিয়ায় নাতাশার অনেক ফলোয়ার শোক জানালেন।

দেখুন খবরটি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)