প্রথম ভারতীয় মহিলা হিসেবে নাসার বিশেষ প্রোগাম সফলভাবে শেষ করে মহাকাশে পাড়ি দিতে চলেছে অন্ধ্রপ্রদেশের দানগেতি জাহ্নবী (Dangeti Jahnavi)। নাসার আন্তর্জাতিক এয়ার এবং স্পেস প্রোগাম (Nasa's International Air and Space Program) সফলভাবে শেষ করা প্রথম ভারতীয় জাহ্নবী ২০২৯ সালে মহাকাশে পাড়ি দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট টাইটনের (শনিগ্রহের সবচেয়ে বড় উপগ্রহ) ওরবিটাল পোর্ট স্পেস স্টেশনে গবেষণার কাজ করতে মহাকাশে যাবেন অন্ধ্রের এই মহিলা মহাকাশ বিজ্ঞানী। চার বছর পর টাইটন প্রজেক্ট (Titan’s Orbital Port Space Station)-টি লঞ্চ করছে আমেরিকা। জাহ্নবী মহাকাশ বিদ্যার পাশাপাশি বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্কের বিশারদ এবং একটি গ্রহাণুরও আবিষ্কারক।
ছোটবেলা থেকে মহাকাশ নিয়ে ব্যাপক উতসাহ আর ভালবাসা থাকা জাহ্নবী পঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। তাঁর বাবা শ্রীনিবাস ও মা পদ্মশ্রী কাজ করেন কুয়েতের এক কোম্পানিতে। ছোট থেকে নিজের বাড়ির কাছে মফস্বল শহর পালাকোল্লু-তে ছোটবেলায় পড়াশোনা করেন। আয়ারল্যান্ডে মহাকাশ বিদ্যার ওপর পড়াশোনা করেন। নাসা ও ইসরোয় বিশেষ স্কীকৃতিও পেয়েছিলেন।
মহাকাশে যাচ্ছেন ভারতের জাহ্নবী
𝐀𝐧𝐝𝐡𝐫𝐚 𝐰𝐨𝐦𝐚𝐧 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐭𝐨 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐍𝐀𝐒𝐀 𝐩𝐫𝐨𝐠𝐫𝐚𝐦, 𝐭𝐨 𝐠𝐨 𝐭𝐨 𝐬𝐩𝐚𝐜𝐞 𝐢𝐧 𝟐𝟎𝟐𝟗
Dangeti Jahnavi from #AndhraPradesh, will travel to space in 2029. She is the first Indian to complete @NASA's International Air… pic.twitter.com/YsdpgvvMcY
— IndiaToday (@IndiaToday) June 23, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)