ছোলে ভাটুরে (Chhole-Bhature Date) খেতে গিয়ে বেহাল জুটি। ছোলে ভাটুরে খেতে খেতে হঠাৎ যে কপালে বেধড়ক মার জুটবে, তা কল্পনা করতে পারেননি এই জুটি। টেনে, হেঁচড়ে চরম মারধর করলেন এক যুবক তাঁর বোনকে। বোনের সঙ্গে তাঁর যে প্রেমিক ছিলেন, তাঁকেও ধরে নিয়ে চড়, থাপ্পড়, রাস্তার মাঝে বেজায় অপমান দাদার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসে রাম মন্দিরের কাছে যে  ছোলে ভাটুরের দোকান রয়েছে, সেখানেই ঘটে যায় এই অদ্ভুদ কাণ্ড। যেখানে বোন এবং তাঁর প্রেমককে ধরে বেধড়ক মারধর করেন এক যুবক। বোন কেন অন্য যুবকের সঙ্গে রাস্তায় বেরিয়ে ছোলে ভাটুরে খাচ্ছেন, সেই 'অপরাধেই' তাঁর চরম মারধর করা হয়। যা দেখে আশপাশের লোকজনও অবাক হয়ে যান। তাঁরা থামাতে গিয়েও ফিরে আসেন। ওই যুবক যেন কিছুতেই বোন এবং তাঁর প্রেমিককে মারধর করা থেকে বিরত থাকতে পারছিলেন না। অবশেষে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মারধর থামায় এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে বোন এবং তাঁর প্রেমিককে দাদার মারধরের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়ে যায় মুহূর্তে।

আরও পড়ুন: Navi Mumbai Vial Video: খাবারে মুখ দিচ্ছে ইঁদুর, জনপ্রিয় আউটলেটের এ কী অবস্থা! উত্তাল নেটপাড়া

দেখুন বোনকে প্রেমিকের সঙ্গে ছোলে ভাটুরে খেতে দেখে কী করলেন দাদা...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)