'মেট্রো ইন দিনো' টিম-এর (Metro In Dino) সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন নীনা শর্মা (Neena Gupta)। ৬৬ বছরের নীনা গুপ্তা কেক কেটে, তাঁর জন্মদিন পালন করেন। মেট্রো ইন দিনো টিমের সঙ্গে কেক কেটে নীলা যখন তাঁর জন্মদিন (Neena Gupta Celebrates Birthday) পালন করেন, তিনি যেন ৬৬-র নন, 'সুইট সিক্সটিন' বলে মনে করেন অনুরাগীরা। নীনা ব্রালেট এবং তাঁর সঙ্গে মানানসই টপ, অনুরাগীদের মন কেড়ে নেয়। ফলে নীনা গুপ্তা যে অত্যন্ত সাবলীলভাবে তাঁর বয়স এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে বিষয়ে অনেকে মন্তব্য করেন। সেই সঙ্গে বেশ কিছু সমালোচনাও (Neena Gupta Trolled) শুরু হয়। নীনা গুপ্তার পোশাক পছন্দের ধরন শূণ্য বলে মন্তব্য করেন অনেকে। কেউ কেউ তাঁকে কঙ্গনা শর্মার (Kangna Sharma) সঙ্গে তুলনা করেন। কেউ বলতে শুরু করেন, নিজের বয়স ৬৬ হলেও, নীনা গুপ্তা মনে করেন, তিনি কঙ্গনা শর্মার বয়সী। কেউ আবার বলতে শুরু করেন, এই বয়সে নীনা গুপ্তা কেন এসব করছেন। সবকিছু মিলিয়ে নীনা গুপ্তার পোশাক নিয়ে শুরু হয়ে যায় জোরদার সমালোচনা।

আরও পড়ুন: Kangna Sharma: চল্লিশ ছুঁইছুঁই কঙ্গনা যেন কুড়ির তরুণী, নায়িকার উষ্ণ চেহারা জ্বালিয়ে দিচ্ছে সহস্র হৃদয়, দেখুন ছবি

দেখুন ব্রালেটে নীনা গুপ্তার জন্মদিন উদযাপন...

 

 

View this post on Instagram

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)