উত্তাপ ছড়ালেন বলিউডের মডেল, অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিক (Natasa Stankovic)। জিম থেকে বেরনোর সময় নাতাশা স্ট্যানকোভিকের রূপে কার্যত উথালপাথাল শুরু হয় অনুরাগীদের মনে। সাদা গেঞ্জির সঙ্গে নীল রঙের লেগিংস পরে নাতাশা স্ট্যানকোভিক যখন বাড়ির বাইরে বের হন, তা দেখে আপ্লুত হয়ে যান হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রীর অসংখ্য অনুরাগী। বিচ্ছেদের প্রভাব কাটিয়ে নাতাশা যে ক্রমাগত স্বাভাবিক জীবনের ছন্দে ফিরছেন,তা বলিউডের এই মডেল, অভিনেত্রীকে দেখলেই স্পষ্ট হয়ে যায়। সম্প্রতি ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya's Former Wife) সঙ্গে নাতাশা স্ট্যানকোভিকের ( Natasa Stankovic's Hot Video) বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায়, হার্দিক, নাতাশার সন্তান অগ্যস্ত অভিনেত্রীর কাছেই রয়েছেন। তবে বিচ্ছেদ হলেও নাতাশা এবং হার্দিকের ছেলে যে পান্ডিয়া পরিবারের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত, তা কার্যত স্পষ্ট। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নাতাশা স্ট্যানকোভিক সর্বিয়ান মডেল অ্যালেক্সের সঙ্গে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। এমনকী অ্যালেক্সের সঙ্গে নাতাশাকে দেখা যায় একাধিকবার। সে র্যাম্প হোক কিংবা রেস্তোরাঁ থেকে বের হতে। ফলে দিশা পাটানির প্রাক্তন বিশেষ বন্ধু  অ্যালেক্স আপাতত নাতাশায় মজে রয়েছেন বলেও মন্তব্য করেন অনেকে।

আরও পড়ুন: Natasa Stankovic-Alex Video: হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা কি অ্যালেক্সের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন? দেখুন ভিডিয়ো

দেখুন নাতাশা স্ট্যানকোভিকের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)