এয়ারপোর্টে (Delhi Airport) আচমকা হার্ট অ্যাটাক (Heart Attack) । মাটিতে শুয়ে কাতরাচ্ছেন বৃদ্ধ। প্রাণ বাঁচালেন এক মহিলা চিকিৎসক (Lady Doctor)। ভাইরাল (Viral) হল ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল টু-এর ফুড কোর্টে। আচমকাই হার্ট অ্যাটাকের শিকার হন এক বৃদ্ধ। মাটিতে পড়ে যান তিনি। ঘটনাচক্রে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এক মহিলা চিকিৎসক। ভগবানের দূতের মতো বৃদ্ধের প্রাণ বাঁচান তিনি। সঙ্গে-সঙ্গে বৃদ্ধকে পর্যাপ্ত চিকিৎসা দেন তিনি। বুকে পাম্প করতে শুরু করেন। ধীরে-ধীরে জ্ঞান ফেরে বৃদ্ধের। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন ঘটনাস্থলে উপস্থিত কিছু যাত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োর কমেন্টে মহিলা চিকিসককে ভগবানের সঙ্গে তুলনা করেছেন অনেকেই। কেউ-কেউ আবার দু'হাত ভরে তাঁকে আশীর্বাদ করেছেন বৃদ্ধের প্রাণ বাঁচানোর জন্য। এভাবে তাঁর প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধ। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, ওই বয়স্ক ব্যক্তির ইন্ডিগোর ফ্লাইটে ভুবনেশ্বর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু জ্ঞান ফেরার পর তাঁকে বিমানবন্দরে অবস্থিত মেদান্ত মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
दिल्ली : IGI एयरपोर्ट पर एक बुजुर्ग को हार्ट अटैक आया जिसको देखते ही वहां पर मौजूद एक महिला डॉक्टर तुरंत उनको CPR देने लगी. लगभग पांच मिनट तक CPR देने के बाद बुजुर्ग को होश आया.#Delhi | #Airport | #HeartAttack | #IGIAirport pic.twitter.com/EMJzMI7PxU
— NDTV India (@ndtvindia) July 18, 2024