ভয়াবহ দুর্ঘটনা, দেখলে শিউড়ে উঠবেন আপনি।ফাঁকা রাস্তা।রাস্তার এক দিক থেকে টার্ণ নিয়ে আসছিল একটি সবুজ রঙের বাস। হঠাৎ রাস্তার অন্য দিক থেকে প্রচণ্ড গতিতে আসা বাইকটি উল্টে গেল আর বাসের তলায় ঢুকে গেলেন বাইক চালক। বাসের চাকার তলায় ঢুকে গেছে মাথা ! মৃত্যু নিশ্চিত। বাসের চাকাটা একটু পিছনে যেতেই হঠাৎ নড়াচড়া করতে দেখা গেল তাঁকে। বাইরে বেড়িয়ে এলেন । ছুটে এল আশেপাশের মানুষ। সাক্ষাৎ মৃত্যুর মুখ বেঁচে ফিরলেন বাইক চালক সেই যুবক! মাথায় থাকা হেলমেট বাঁচিয়ে দিয়েছে তাঁকে।তবে মৃত্যুকে চোখের এত সামনে থেকে দেখে চরম আতঙ্কে সেই যুবক।
বাইক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ হতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টুইটটি শেয়ার করে লেখা হয়েছে- হেলমেট পরতে এমনি বলা হয় না, তাই হেলমেট পরুন নিরাপদ থাকুন।
यूं ही नहीं कहते हेलमेट पहनिये...
हेलमेट पहने सुरक्षित रहें 🏍️🛵 pic.twitter.com/0pwtYhl3f2
— उम्दा_पंक्तियां (@umda_panktiyan) July 19, 2022