ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ ট্রেনের (Train) কামরায় ঠিকমতো কাজ করছিল না এসি AC) কামরা ঠিকমতো ঠাণ্ডা (Cooling) না হওয়ায় অভিযোগ জানাতে থাকেন যাত্রীরা এরপরই এসি ঠিক করার সিদ্ধান্ত নেন রেল কর্তৃপক্ষ সেই এসি মেরামত করতে এসে চক্ষু চড়কগাছ ইলেক্ট্রিশিয়নদের কামরার ডাক্টের ভিতরে থরে থরে সাজানো মদের বোতল। ওই কামরা থেকে মোট ১৫০ টি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে খবর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে লখনউ-বারাউনি এক্সপ্রেসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো

ট্রেনের কামরায় থরে থরে সাজানো মদের বোতল, এসি মেরামত করতে এসে চক্ষু চড়কগাছ রেলকর্মীদের, ভাইরাল ভিডিয়ো