নয়াদিল্লিঃ গ্রামে (Village) ঢুকে আস্ত ছাগল গিলে নিয়েছিল রাক্ষুসে পাইথন(Python)। সেই পাইথনের মুখ থেকে ছাগলটিকে (Goat) উদ্ধার করে সরীসৃপটিকে দু'টুকরো করল গ্রামবাসীরা। ভাইরাল হল সেই মুহূর্তের ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির রাকাসা থানা এলাকার পুনাওয়ালি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মাঠে ছাগল ও অন্যান্য গবাদি পশু চরাচ্ছিলেন যশবন্ত রাজপুত নামে এক যুবক। সেই সময়ই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি ১৫ থেকে ২০ ফুট লম্বা অজগর। সোজা একটি ছাগলকে আক্রমণ করে পাইথনটি। ছাগলটির আর্তনাদে ছুটে আসেন যশবন্ত। নিজের ছাগলটিকে বাঁচাতে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন অন্যান্যরা। এরপর কৃষকেরা মিলে কুড়ুল দিয়ে মেরে সাপের মুখ থেকে ছাগলটিকে উদ্ধার করে। যদিও গ্রামবাসীদের বহু প্রচেষ্টা সত্ত্বেও ছাগলটিকে বাঁচানো যায়নি। অন্যদিকে কুড়ুল, লাঠিসোঁটার আক্রমণে মারা যায় অজগরটি। ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্রামের রাস্তা দিয়ে মৃত অজগর ও ছাগলটিকে টেনে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি।
আস্ত ছাগল গিলে নিল রাক্ষুসে পাইথন, তারপর গ্রামবাসীরা যা করলেন...ভাইরাল ভিডিয়ো
#झांसी: पुनावली कला गांव में अजगर का आतंक!
➡बकरी को 20 फीट लंबे अजगर ने निगल!
➡बकरी बचाने की कोशिश में किसानों ने पीटा!
➡विशालकाय अजगर को लाठी-डंडों से पीट!
➡बकरी की मौत, अजगर भी हमले में ढेर!
➡रक्सा थाना क्षेत्र की घटना !#Jhansi #SnakeAttack #FarmersFight #Python… pic.twitter.com/cOqzozVTaU
— NCR पत्रिका (@ncrpatrika) August 17, 2025