Funny Viral Video: বিয়ের অনুষ্ঠানে বর নতুন বউকে কোলে তুলতে গিয়ে পড়ল হুড়মুড়িয়ে
Groom Loses Balance While Trying to Lift Bride at Wedding Ceremony

নয়াদিল্লি: বিয়ের অনুষ্ঠানে বর-কনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে (Wedding Ceremony)  ফটোগ্রাফারদের সামনে বর তাঁর নতুন বউ কে তোলবার চেষ্টা করছেন, কিন্তু ভারসাম্য বিগড়ে যায় এবং বর-কনে দুজনেই পড়ে যায়। ভিডিওতে দেখা যায়, বর অন্তত তিনবার কনেকে তোলার চেষ্টা করেন। তৃতীয়বার কনেকে তোলার পরপরই সে তার ভারসাম্য হারিয়ে ফেলে। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখলে আপনিও হাসতে বাধ্য হবেন। আরও পড়ুন :  Zomato: অঙ্কিতার প্রাক্তন প্রেমিককে খাবার পাঠাতে না করল জোমাটো, দেখুন সেই মজার টুইট

দেখুন টুইট :