রায়পুর, ২ নভেম্বর: ছত্তিশগড়ে (Chhattisgarh) এক কিশোরের কামড়ে মৃত্যু হল কোবরার। বছর ৮-এর ওই কিশোর যখন সাপের গায়ে কামড় বসায়, তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় কোবরার। ছত্তিশগড়ের যশপুরে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রাইপুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে যশপুর গ্রামে বছর আটের এক কিশোর দীপকের শরীরে কামড় বসায় কোবরা। বাড়ির পাশের মাঠে খেলার সময়ই কোবরার কামড় খায় দীপক। সাপের কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে দীপক দমে যায়নি। সে উলটে সাপটিকে পালটা কামড়ে দেয়। এরপরই কোবরার মৃত্যু হয় বলে খবর।
দীপকের কথায়, বাড়িরপাশের মাঠে খেলার সময় দীপকের হাত জড়িয়ে ফেলে কোবরাটি। কোনওক্রমে সে সাপটিকে ছাড়াতে পারছিল না। এরপর দীপক সাপের কামড় খাওয়ার পর সেটিকে পালটা কামড়ে, কোবরামুক্ত হয়। দীপকের পরিবার এরপর তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সেখানেই তাকে বিষমুক্ত করেন চিকিৎসকরা। এরপরই দীপকের কামড়ে কোবরার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয় পরিবারের তরফে।
যে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। এর আগে কখনও কাউকে সাপকে কামড়াতে দেখেননি বলে স্থানীয়দের দাবি।