স্ত্রীকে লুকিয়ে অফিসে চলছিল পরকীয়া। সকলের চোখের আড়ালে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা 'অ্যাস্ট্রোনমার' (Astronomer Ceo) সিইও অ্যান্ডি বাইরন (Andy Byron) তাঁরি সংস্থার মানবসম্পদ বিভাগের (হিউম্যান রিসোর্স) প্রধান ক্রিস্টিন ক্যাবটের (Kristin Cabot) সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু একটা কনসার্ট মুহূর্তের মধ্যে সব গোপনীয়তা ফাঁস করে দিয়েছে। অ্যাস্ট্রোনমার সিইও-র কীর্তি আজ গোটা দুনিয়ার সামনে চলেছে। হাটের মাঝে হাঁড়ি ভেঙেছে বাইরন এবং ক্রিস্টিনের। সিইও এবং তাঁর মহিলা সহকর্মীর গোপন প্রেমের সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নিন্দা, কটাক্ষের শিকার হচ্ছেন দুজনেই। স্বামীর মুখোশ খুলে যেতেই স্ত্রী মেগান কেরিগান (Megan Kerrigan) এবার বড় পদক্ষেপ নিলেন। নিজের নামের পাশ থেকে সরিয়ে ফেললেন বাইরনের পদবি। এবার কি তবে বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন মেগান?
স্বামীর পরকীয়া ফাঁস হতেই বাইরনের পদবি ত্যাগ করলেন স্ত্রী মেগান?
মেগান এবং অ্যান্ডি বাইরনের দুই সন্তান রয়েছে। প্রতারিত হওয়ার পর সন্তানদের নিয়ে স্বামীর থেকে হয়ে যাবেন মেগান, এমনটাই অনুমান করছে গোটা নেটমহল। একজন এক্স ব্যবহারকারীই প্রথম প্রকাশ করেন যে, অ্যান্ডি বাইরনের স্ত্রী এবং দুই সন্তানের মা মেগান তাঁর ফেসবুক প্রোফাইল থেকে স্বামীর পদবি সরিয়ে ফেলেছেন। যদিও তার সত্য মিথ্যা যাবাই করেনি লেটেস্টলি বাংলা।
হাটে হাঁড়ি ভাঙল অ্যাস্ট্রোনমার সিইও-র
Coldplay puts CEO of Astronomer and Head of HR on jumbotron looking cozy during their concert. pic.twitter.com/yuy2R5FAEc
— Buzzing Pop (@BuzzingPop) July 17, 2025
বুধবার আমেরিকার বস্টনের ম্যাসাচুসেট্সের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্ট দেখতে এসেছিলেন অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বাইরন (Andy Byron)। সঙ্গী করেছিলেন তাঁরই সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন (Kristin Cabot)। কনসার্টে দুজনের অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস হয়। দর্শকাসনে প্রেমিকাকে জড়িয়ে ধরে গান উপভোগ করছেন বাইরন। যুগলের আদুরে মুহূর্তে একটি ক্যামেরা তাঁদের উপর গিয়ে পড়ে। সেই মুহূর্তটি স্টেডিয়ামের পর্দায় দেখানো হয়। যা ঘিরে ঘটল বিপত্তি। পরকীয়া ফাঁস হল তাঁদের। পর্দায় নিজেদের দেখা মাত্রই তড়িঘড়ি মুখ লুকান বাইরন এবং ক্রিস্টিন।