Angry Sea Lion Charges : সুমদ্র সৈকতে পর্যটকদের উপর গর্জে উঠল সামুদ্রিক সিংহ, দেখুন ভিডিয়ো
Angry Sea Lion

নয়াদিল্লি : সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়ে পর্যটকদের উপর রেগে গর্জে উঠল সামুদ্রিক সিংহ (Sea Lion)। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার লা জোল্লায় পর্যটকদের লক্ষ্য করে একটি সামুদ্রিক লায়ন গর্জন করছে ৷ রবিবার এই ঘটনাটি ঘটেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সামুদ্রিক সিংহটি পর্যটকদের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করতেই তাঁরা ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে।

আরও পড়ুন :  MS Dhoni Viral Video: রাঁচির রাস্তায় ভিনটেজ ভিনটেজ ১৯৮০ সংস্করণের রোলস রয়েস চালাচ্ছেন ধোনি, দেখুন ভাইরাল ভিডিও

দেখুন টুইট