Angela White (Photo Credits: Instagram)

Sex With Aliens: এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিয়ে নানা মানুষ নানা মন্তব্য করেন। কেউ এলিয়েনের অস্তিত্বে বিশ্বাসী তো আবার কেউ এলিয়েন বলে কিছু হয় মানতেই চায় না। তবে এলিয়েনের অস্তিত্ব আছে কি না, তা এই প্রতিবেদনের আলোচ্য বিষয় নয়। বরং পর্ন তারকা অ্যাঞ্জেলা হোয়াইট (Adult Star Angela White) এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিয়ে এক আজব মন্তব্য করেছেন। যা নিয়ে এই প্রতিবেদন। এলিয়েনদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চান অ্যাঞ্জেলা হোয়াইট। পুরুষে মন ভরে গিয়েছে পর্ন তারকার। তাই অ্য়াঞ্জেলার হোয়াইটের যৌনতার স্বপ্নে এবার এলিয়ান।

সদ্য এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিজের সঙ্গমের চাহিদা নিয়ে খোলাখুলি কথা বললেন অ্যাঞ্জেলা (Angela White)। তিনি বলেন, সঙ্গমের সময়ে আমি আর সেভাবে উত্তেজনা অনুভব করি না। তবে যৌনতার ক্ষেত্রে আমার ব্যক্তিগত পছন্দ জানতে চাইলে বলব, কোন বুদ্ধিমান প্রাণীর সঙ্গে সঙ্গমে অনাসায়ে সম্মতি দেওয়া যায়। একজন এলিয়েনের সঙ্গে যৌনতা কেমন হতে পারে! তাঁদের সঙ্গে যৌনতায় মত্ত হওয়ার জন্যে আমি বেশ কৌতূহলী।’

৩৮ বছরের পর্ন তারকা নিজের যৌন জীবনের অভিজ্ঞতার বিবরণ দিয়ে আরও জানান, ‘আমার পক্ষে জীবনে যা কিছু করা সম্ভব তার সমস্তটাই আমি অনুভব করতে চাই’।

২০১৩ সালে সহ অভিনেতা কেইরন লির সঙ্গে দীর্ঘ সঙ্গমের দৃশ্য চলাকালীন মৃতপ্রায় অবস্থা হয়েছিল অ্যাঞ্জেলার। দীর্ঘ সঙ্গমের ফলে অ্যাঞ্জেলার অ্যাপেন্ডিক্স ফেটে গিয়েছিল। যদিও পরবর্তীকালে ঘটনাটিকে কেবলই কাকতালীয় বলে মন্তব্য করেছিলেন পর্নস্টার অ্যাঞ্জেলা হোয়াইট (Angela White)।