বছর শেষে ইউক্রেনের মরণকামড় টের পেল রাশিয়া। ব্ল্যাক সি-র ওপর দিয়ে উড়ে আক্রমণে নামা রাশিয়ার Mi-8 যুদ্ধ কপ্টারকে ধ্বংস করে দিল ইউক্রেনের ড্রোন। ইউক্রেনের মাগুরা V5 নৌবাহিনীর বিশেষ ড্রোন ব্ল্যাক সি-র ওপর যেভাবে রাশিয়ার যুদ্ধ বিমানকে ধ্বংস করল তার ভিডিয়ো দেখে গোটা বিশ্বের চক্ষুচড়ক গাছ। সামরিক কৌশল বদল করে ভ্লাদিমির পুতিনের দেশের বিরুদ্ধে বড় সাফল্য পেল ইউক্রেন।
...