চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা এনপিপি প্রার্থী দিসানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কার্যভার গ্রহণের কয়েকদিন পর, মিঃ ডিসানায়েকে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে দ্রুত নির্বাচনের পথ তৈরি করেন। ২২টি নির্বাচনী জেলার মধ্যে, গাম্পাহাকে সর্বাধিক আসন বরাদ্দ করা হয়েছে ১৯টি, যা আগের নির্বাচনের চেয়ে একটি বেশি।
...