রাশিয়ার বিশেষ সেনা অভিনযানের ৩ বছর সম্পন্ন হতেই কিভে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিভের ওই অনুষ্ঠানে হাজির হয়ে জেলেনস্কি বলেন, দুই দেশের বন্দিদের মুক্ত করে শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ তরান্বিত করা হোক। রাশিয়া যদি ইউক্রেনের সমস্ত বন্দিদের মুক্ত করে, তাহলে তাঁরাও জেলে বন্দি রুশদের ছেড়ে দেবে।
...