রোমের জেমেলি হাসপাতালে নিয়ে যাওয়ার আট ঘণ্টা পর এক প্রেস রিলিজে জানানো হয় যে পরীক্ষা করা হয়েছে এবং হাসপাতালে তার ড্রাগ থেরাপি শুরু করেছেন। বিভিন্ন রিপোর্ট বলছে প্রাথমিক পরীক্ষায় শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়ে তবে তার অবস্থা এখন মোটামুটি এবং সামান্য জ্বর আছে
...