গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার আগে অসীম মুনিরের একটি বক্তব্য ভাইরাল হয়। যেখানে অসীম মুনিরকে হিন্দুদের বিরুদ্ধে অপমানজনক শব্দ উচ্চারণ করতে দেখা যায়। এমনকী হিন্দুদের তুলনায় তাঁদের ঐতিহ্য, সংস্কৃতি সব আলাদা বলেও বিষ উগরে দেন পাক সেনা প্রধান। পাশাপাশি ভারত ভেঙে পাকিস্তান হয়নি। উলটে ভারত, পাকিস্তান নামে দুই দেশের পৃথক জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন পাক সেনা প্রধান। হিন্দুদের বিরুদ্ধে অসীম মুনির যখন বিষ উগরে দিতে শুরু করেন, তার পরপরই পহেলগামে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হামলায় পরপর মৃত্যযুর কোলে ঢলে পড়েন নীরিহ পর্যটকরা।
...