ইকরার মৃত্যুর পর ভেঙে পড়েছেন তার বাবা। এভাবে ১৩-র ইকরা তলে যাবে, তা তাঁরা কখনও কল্পনা করতে পারেননি বলে জানান ইকরার বাবা সানা উল্লাহ। ইকরার বাবা বলেন, মাত্র ৮ বছর বয়স থেকে তাঁর মেয়ে গৃহস্থিলর কাজ করে। নিজের ইচ্ছায় সে এই পথ বেছে নেয়। কাজের জন্য তিনি কখনও তাঁর মেয়েকে জোর জবরদস্তি করেননি বলে সানা উল্লাহ জানান।
...