সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের আগেরদিন ডুকিতে হামলা চলে বলে খবর। যে বৈঠকে চিনের আধিকারিক লি কিয়াংয়েরও হাজির হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের নেতৃত্বেই সাংহাই কোঅপারেশন অর্গানাইশনের ওই বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের আগেই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
...