সন্ত্রাসবাদ নিয়ে মোদী-ট্রাম্পের বিবৃতির পর পাকিস্তানের প্রতিনিধি শফকত আলি খান বলেন, ওয়শিংটন সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে মন্তব্য করে পুরো বিষয় না জেনেই। সন্ত্রাসবাদের জেরে পাকিস্তানের কতখানি ক্ষতি হয়, সেই বিষয়টিও জানার চেষ্টা করা হয়নি। কোনও কিছু না জেনে এই ধরনের বিবৃতি ঠিক নয় বলে পাকিস্তানের তরফে মন্তব্য করা হয়।
...