By Jayeeta Basu
ইজরায়েলের পালটা দাবি, যে এলাকায় তাদের যুদ্ধ বিমান বোমা ফেলেছে, সেখানে হামাসের একাধিক নেতা লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। দক্ষিণ গাজার ওই এলাকায় হামাসের একাধিক নেতা লুকিয়ে রয়েছে, সেই খবর পেয়েই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
...