By Jayeeta Basu
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুদীক্ষা ভেসে গিয়েছেন সমুদ্রের জলে। তাই দীর্ঘ খোঁজাখুজির পরও তাঁর খবর মিলছে না। সুদীক্ষার কোনও ক্রিমিনাল ব্যাকরাউন্ডও নেই। তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেও মেলেনি তথ্য। ফলে গূঢ় কোনও রহস্য নয়, সুদীক্ষাকে হয়ত সমুদ্রের জলই টেনে নিয়ে গিয়েছে বলে মনে করছে পুলিশ।
...