লুসিয়ানিয়ার অ্যালেজ়ান্দ্রিয়ায় বদর খান সুরিকে আটক করে মার্কিন পুলিশ। সোমবার রাতে ভার্জিনিয়ার বাড়ির বাইরে থেকে সুরিকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সুরিকে যাত শিগগিরই আমেরিকা থেকে বের করে ভারতে পাঠানো যায়, হোয়াইট হাউসের তরফে সেই চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।
...