৮৯ জনকে অকুসেকি থেকে সরিয়েছে প্রশাসন। ৪৪ জনকে সরানো হয়েছে কাগুসিমা থেকে রবিবার। ১৫ জনকে সরানো হয়েছে একটি দ্বীপ থেকে। সবকিছু মিলিয়ে ভূকম্পপ্রবণ এলাকা থেকে যত শিগগিরই সম্ভব মানুষজনকে সরানো হচ্ছে। এই দ্বীপগুলির মধ্যে কাগোসিমা সবচেয়ে বেশিবার কেঁপেছে এখনও পর্যন্ত।
...