গত ৪ জুলাই কুশলবরণ চক্রবর্তী নিদের পদ্দোনতির জন্য বিশ্ববিদ্যালয়ে যান এবং পদাধিকারিকদের সঙ্গে কথাবার্তা শুরু করেন। ওই সময় কুশলবরণ চক্রবর্তীর উপর হামলা চালানোর চেষ্টা করে শিক্ষার্থীদের একটি দল। কুশলবরণ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ করা হয় এবং তাঁর হেনস্থা চলে প্রকাশ্যে।
...