বুলগেরিয়ান সাধক বাবা ভাঙার ভবিষ্যতবাণী (Baba Vanga's 'Double Fire' Prediction) অনুযায়ী, ২০২৫ সালের অগাস্ট মাসে পৃথিবীর বুকে ঘোরতর বিপাক শুরু হয়েছে। তবে এই ডাবল ফায়ার ভবিষ্যতবাণী আদতে কী, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, ভয়ানক ভূমিকম্প হতে পারে।
...