জম্মু কাশ্মীরের পহেলগামের হামলার পাকিস্তানের অদৃশ্য হাত রয়েছে,তা প্রমাণিত। যে জঙ্গিরা হামলা চালায়, তাদের মুখে ছিল পাকিস্তানি ভাষা। তবে কেউ কেউ কাশ্মীরের স্থানীয় ভাষাতেও কথা বলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পহেলগামে পাকিস্তানের হাত রয়েছে, দিল্লির তরফে এই অভিযোগ করার পরই কূটনৈতিক প্রহার চলে ইসলামাবাদের উপর।
...