ভারতীয় পরিযায়ীদের অর্থাৎ অভিবাসীদের মার্কিন মুলুক থেকে ডোনাল্ড ট্রাম্প সরকার ফেরানোর কাজ শুরু করেছে। সি-১৭ নামের সেনা বাহিনীর চপারে করে ভারতীয়দের (যাঁরা অবৈধভাবে আমেরিকায় থাকছিলেন) ফেরানো শুরু করে ওয়াশিংটন। ট্রাম্প সরকারের তরফে জানানো হয়েছে, আমেরিকায় বসবাসকারী অন্য দেশের যে সমস্ত অবৈধ নাগরিক রয়েছেন, তাঁদের দেশে ফেরাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা চপার।
...