স্যার, ম্যাডামদের হাত, পা ফুলিয়ে দিল পুলিশের লাঠির বাড়ি

west-bengal

⚡স্যার, ম্যাডামদের হাত, পা ফুলিয়ে দিল পুলিশের লাঠির বাড়ি

By Jayeeta Basu

স্যার, ম্যাডামদের হাত, পা ফুলিয়ে দিল পুলিশের লাঠির বাড়ি

যোগ্য শিক্ষকদের উপর পুলিশ যেভাবে লাঠির বাড়ি দেওয়া হচ্ছে, তা লজ্জাজনক বলে অভযোগ করেন শিক্ষকরা। পুলিশের লাঠির আঘাতে অনেক শিক্ষকের হাত, পা ফুলে লাল হয়ে গিয়েছে। পুলিশি ঘেরাটোপের মাঝেই ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকদের পুলিশ মারধর করে বলে অভিযোগ। ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

...