ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের বিবাদ আদালত পর্যন্ত পৌঁছয়। শামি এবং জাহানের বিবাদের মাঝে আদালত হস্তক্ষেপ করলে, স্ত্রীকে ৪ লক্ষ টাকা করে খোরপোষ ক্রিকেটারকে দিতে বলে রায় দেওয়া হয়। ওই সময়ও হাসিন জাহান ক্ষোভ উগরে দেন শামির বিরুদ্ধে।
...