⚡কসবার পর এবার IIM জোকা, বয়েজ হোস্টেলে ডেকে বেহুঁশ করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
By Aishwarya Purkait
নির্যাতিতা এবং অভিযুক্ত দুজনেই আইআইএম জোকার পড়ুয়া। নির্যাতিতার অভিযোগ, কাউন্সিলিংয়ের নাম করে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয়। তা খাওয়ার পর ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়তে শুরু করেন।