শেষের দিকে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে এজবাস্টেন টেস্ট হাতের মুঠোয় টিম ইন্ডিয়ার। পাঁচ ম্যাচের টেস্টে সিরিজে সমতায় ফিরতে কাল, রবিবার সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে শুভমন গিলদের চাই আর ৭টি উইকেট। সেখানে জয়ের আশা থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের চাই ৫৩৬ রান।
...