১০০ বছর বয়সে ম্য়ারথনে দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। বয়সকে হারিয়ে ইচ্ছাশক্তির জয়গান করায় তাঁকে সবাই ডাকত পাগড়ি তুফান নামে। ২০২১ সালে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস তাঁকে বিশেষ সম্মান দিয়েছিল। সেই সর্দার ফৌজা সিং জি ১১৪ বছর বয়সে এক পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন।
...