প্যারালিম্পিকে (Paralympics) জোড়া সোনা জয়ী শ্য়ুটার অবনী লেখারা (Avani Lekhara) আইফেল টাওয়ারের দেশ থেকে ভারতে ফিরলেন। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের R2 বিভাগে টোকিও-র পর প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জেতা নিয়ে অবনী বললেন, " দারুণ লাগছে। দেশের হয়ে সোনা জেতার আনন্দ সব সময়ই আলাদা।
...