আসমি জুলরি নামের এক সংস্থার হয়ে বিজ্ঞাপন করতেন মন্দিরা বেদী। আসমি জুলরি থেকে যে অর্থ মন্দিরা পেতেন, তার সবটাই তিনি মহিলা ক্রিকেট দলের নামে করতেন। একবার ইংল্যান্ড সফরে যাওয়ার সময় ভারতের মহিলা ক্রিকেট দলের বিমানের টিকিট জোগড় করতে মন্দিরা নিজের সমস্ত এনডোর্সমেন্টটের অর্থ সংস্থার হাতে তুলে দেন। যা একেবারেই গোপণেই করে যান বলিউডের এই স্বনামধন্য ব্যক্তিত্ব।
...