By partha.chandra
সেঞ্চুরি করেই ঠিক ১০০ রান করে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বাশিরের বলে আউট হলেন রাহুল। ২৪৮ রানে ৩ থেকে ঋষভ পন্থ ও কেএল রাহুলের উইকেট হারিয়ে ৫ উইকেটে ২৫৪ হয়ে গেল টিম ইন্ডিয়া। এখনও ইংল্য়ান্ডের থেকে ১৩৩ রান পিছিয়ে টিম ইন্ডিয়া।
...