By partha.chandra
গুয়াহাটি টেস্টে জঘন্য ব্যাটিং করে একবারে কোণঠাসা টিম ইন্ডিয়া। তেম্বা বাভুমাদের করা ৪৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে, ঋষভ পন্থরা মাত্র ২০১ রানে অল আউট হয়ে গেলেন। ২৮৮ রানে লিড থাকার সুবাদে ভারতকে ফলো অন করানোর সুযোগ ছিল বাভুমাদের।
...