বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জাপানের রেই হিগুচির বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর সেহরাওয়াতের ওজন ছিল ৬১.৫ কেজি, যা পুরুষদের ৫৭ কেজিতে অনুমোদিত মাত্রার চেয়ে ৪.৫ কেজি বেশি। ভারতীয় শিবির আর একটি ধাক্কার ঝুঁকি এড়াতে যখন ছয় সদস্যের কুস্তি দলের দুই সিনিয়র ভারতীয় কোচ জগন্দর সিং এবং বীরেন্দ্র দাহিয়ার হাতে দায়িত্ব দেয় তখন সকালে ওজন করার জন্য ঘড়ির কাঁটায় ১০ ঘন্টা সময় বাকি
...